স্টাফ রিপোর্টার :: 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অপসারণের এ আদেশ দেয়া হয়।
যার মধ্যে রয়েছে- বরিশাল সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন,গাজীপুর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
সদয় জ্ঞাতার্থে কার্যার্থে প্রেরণ করা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়। সিনিয়র সচিব, মন্ত্রণালয়/বিভাগ, বাংলাদেশ সচিবালয়। সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও। সচিব, মন্ত্রণালয়/বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।