নিজস্ব প্রতিবেদক :: মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালে মানববন্ধন
মহানবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটুক্তিকারী ভারতের ধর্মীয় পন্ডিত রামগিরি ও তাকে সমর্থনকারী বিজিপি সাংসদ নিতেশ রানের শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষিাভ কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় অশ্বিনী কুমার টাউন হল এর সামনে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, আইম্মায়ে হিবুল্লাহ, যুব ও ছাত্র হিজবুল্লাহ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন, জমইয়াতে হিজবুল্লাহ বরিশাল বিভাগের সভাপতি আলহাজ্ব মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে জিবুল্লাহর নাজেমে আলা ড. মো. স্যায়েদে শারাফাত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন আফসারী, যুব হিজবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি কাজী মফিজ উদ্দিন জিহাদী, বাংলাদেশ জমইয়াতে জিবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছারউদ্দীন, বাংলাদেশ জমইয়াতে জিবুল্লাহর জেলার সাধারন সম্পাদক মাওলানা মুফতি মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইমাম সমিতির বরিশাল মহানগরের সভাপতি মাওলানা কাজী আ: মান্নান, সাধারন সম্পাদক সামসুল আলম।
গোরস্থান রোড মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলার সাধারন সম্পাদক হাসান বিন হাবিব, আইনজীবী এ্যাড. আব্দুর রাশেদ জমাদ্দার, ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আফম বাহাউদ্দিন, যুব হিজবুল্লাহর বরিশাল জেলার সভাপতি মাওলানা শাহাবুদ্দিন, ছাত্র হিজবুল্লাহ বরিশালের সভাপতি মাওলানা সুলতান মাহমুদ প্রমূখ।