নিজস্ব প্রতিবেদক :: মেহেন্দিগঞ্জ উপজেলার অন্তর্গত প্রায় ৬০ বছরের ঐতিহ্য পাতারহাট বন্দর। এই বন্দরের ব্যবসায়িক সমিতি গঠন করা হয়েছে।
কমিটি গঠন করার ফলে পাতারহাট বন্দরের ব্যবসায়ীদের সর্বমহলের দীর্ঘদিনের সুবিধা অসুবিধা জনিত সকল প্রকার সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন পাতারহাট বন্দরের ব্যবসায়ীবৃন্দ।
আজ (বুধবার ১০ঃ৩০ মিনিটে) পাতারহাট বন্দরে অবস্থিত বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে পাতারহাট বন্দরের প্রায় হাজারখানেক ব্যবসায়ীদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম মিয়া। সভায় উপস্থিত ব্যবসায়ীবৃন্দসহ সকলের সম্মতিতে এই কমিটি গঠন করেন বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক বর্তমান নেতৃবৃন্দ।
পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোঃ জিয়াউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ জসিম উদ্দিন। সহ-সভাপতি পদে নির্বাচিত হন আমিরুল ইসলাম বেপারি, রেজাউল করিম খান, ফরিদ মোল্লা, সুনীল পাল। সহ-সাধারণ পদে নির্বাচিত হন শিপন ব্যাপারী। এছাড়াও কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোয়াজ্জেম হোসেন বাঘা, অর্থ সম্পাদক পদে রুহুল আমিন সরদার, দপ্তর সম্পাদক বাকের নাজির, ধর্ম সম্পাদক হাজী জাহাঙ্গীর গাজী, ক্রীড়া সম্পাদক বাদল কৃষ্ণ পাল, প্রচার সম্পাদক মিজানুর রহমান পলাশ সহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ীদের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দিপেন।
কমিটি ঘোষনার শেষে সমিতির নবনির্বাচিত সভাপতি জিয়াউদ্দিন সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ জসীমউদ্দীন তাদের সংক্ষিপ্ত ভাষণে বন্দর ব্যবসায়ীদের সকল প্রকার ভালো মন্দ প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।