নিজস্ব প্রতিবেদক :: বরিশালে রেকর্ডীয় মালিকদের ভূমি উদ্ধারে মানব*বন্ধন ও স্মারকলিপি প্রদান
মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়নের রেকর্ডীয় মালিকদের ভূমি উদ্ধার ও দখল পাওয়ার জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এইচ এম মশিউর রহমান এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দপুরবাসী মেঘনা নদী ভাঙ্গনের ফলে গোবিন্দপুর ইউনিয়ন বিলীন হওয়ায় তারা বিভিন্ন স্থানে ৫-৭ শতাংশ জমি ক্রয় করে, কেউ বা অন্যের জমিতে মানবেতর ভাবে বসবাস করছে। তাদের নেই বের হওয়ার রাস্তা, নেই এক টুকরো চাষের জমি, ফলে অতি দুঃখের ভিতর দিয়ে তাদের দিন কাটছে।
এমতাবস্থায় কয়েক বছর পূর্বে গোবিন্দপুর ইউনিয়নের মৌজার অধিকাংশ ভূমি মেঘনার বুকে মাথা উচুঁ করে চর জেগে উঠেছে। জেগে উঠা চরে বুকে দীর্ঘ আশা নিয়ে বনজঙ্গল পরিষ্কার করে চাষ ও বাসের উপযোগী করেন তারা। ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতা আসার পর থেকে পংকজ নাথ এমপির নেতৃত্বে একদল ভূমি দস্যু রেকডীয় মালিকদের তাড়িয়ে ইউনিয়নের জেগে উঠা চরের সম্পূর্ণ ভূমি দখল করে ১৬ বছর যাবৎ লুটপাট করে ভোগ করে। ২০২৪ সালের ৫ই আগষ্ট আওয়ামীলীগের পতনের পরে নেতারা আত্মগোপনে থেকে তাদের গঠিত সন্ত্রাসী বাহিনী দিয়ে চর দখল করে আসছে। ফলে রেকর্ডিয় মালিকগণ নিজ জমি চাষাবাদ করতে চাইলে সন্ত্রাসীরা রেকর্ডিয় মালিকগণের উপর লাঠিসোঠা নিয়ে ঝাপিয়ে পড়ে এবং বিতারিত করে দেয়।
তারা আরও বলেন, রেকর্ডীয় মালিকগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে সন্ত্রাসীদেরকে তারিয়ে তাদের জমি ফেরত চান।
এসময় তারা তাদের বাপ-দাদার ভিটা মাটি যাতে পুনরায় ফেরত পান এবং শান্তিপূর্ন বসবাসের মাধ্যমে চাষাবাদ করতে পারেন এজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিজান মাঝি, লু্ৎফর তালুকদার, আব্দুর রব দেওয়ান, শুক্কুর মাঝি, মারুফ দেওয়ান, আজিজ মাঝি সহ রেকর্ডীয় ভূমি মালিকগন।