প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ
উজিরপুর শেরেবাংলা ডিগ্রী কলেজে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সরকারি শেরেবাংলা ডিগ্রী কলেজে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বিকেল চারটায় সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইন্টার মায়ামি সমর্থক একাদশ বনাম বার্সেলোনা সমর্থক একাদশ। খেলায় ইন্টার মায়ামি সমর্থক একাদশ চার এক গোলে বিজয় লাভ করেন।উল্লেখ্য ফুটবল টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেছিলেন।সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী শিকারপুর মারকাজুল কারীম সামেলা মাজেদ কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেন, প্রভাষক অরবিন্দ রায় ও প্রমুখ। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন মীর সোহেল, ব্যাংক কর্মকর্তা মোঃ রুবেল মৃধা, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জসিম হাওলাদার ও সুমন খলিফা। টুর্নামেন্ট শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Copyright © 2025 Crime Times. All rights reserved.