উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সাতলা ইউনিয়নে নোটিশ অমান্য করে সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কোটি টাকা মূল্যের জমি জবর দখল করে স্থাপনা নির্মান করার অভিযোগ।
সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বেশ্বর বিশ্বাস প্রতিকার চেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ২৮ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুত্র থেকে জানাগেছে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ১৯৬৬ সালে সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হলে বিভিন্ন সময়ে দাতাগন প্রায় ০১ একরের অধিক জমি দান করে স্কুলটি প্রতিষ্ঠিত করে, পরবর্তীকালে ১৯৮৮ সালের বন্যায় জমিসহ স্কুল ভবন নদীভাঙ্গনের কবলে পরলে সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অন্যত্র স্থাপন করা হয়। পরবর্তীকালে স্কুলের ওই সম্পত্তির পাশে সাতলা বর্তমান বাজার প্রতিষ্ঠিত হলে প্রভাবশালীরা বিভিন্ন ভাবে দোকানঘর তুলে জমি দখলে নিয়ে নেয়।
এরই ধারাবাহিকতায় সাতলা এলাকার মৃত মোঃ কাজেম মিয়ার পুত্র মোঃ আলাউদ্দিন মিয়া, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ নাসির মিয়া স্কুলের এসএ -২০৫, ২০৬, বিএস ১০০২, ১০০৩, ১০০৭,১০০৮ নং দাগের রেকর্ডিয় সম্পত্তি দখল করে বিল্ডিং বহুতল স্থাপনা নির্মানের লক্ষে কাজ শুরু করলে স্কুল কর্তৃপক্ষ
গত ১লা জুন তারিখে নোটিশ প্রেরন করে নির্মানকাজ বন্ধ করার নির্দেশ দেন কিন্তু দখলদার বাহিনী নোটিশের তোয়াক্কা না করে পূণরায় দখলের চেষ্টা করলে স্কুলের প্রধান শিক্ষক সর্বেশ্বর বিশ্বাস লিখিত ভাবে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল সভাপতির কাছে অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ৫০/৬০ শতাংশ জমি দখল করে দোকান ঘর নির্মান করে ব্যবসা করে যাচ্ছেন দখলদার বাহিনী, দখলদার মোঃ আমির হোসেন বলেন ২৫ বছর আগে স্কুলের খালি জমিতে মৌখিক অনুমতি নিয়ে দোকান নির্মান করে কয়েক বছর স্কুলে কিছু টাকা দিয়েছি কিন্তু গত বিশ বছর থেকে কোন টাকা স্কুলে দেই না। মোঃ লিটন বালী, জাকির মোল্লা, পল হরী, মোক্তার বালী, বারেক বালী, লিয়াকত হাওলাদার সহ একাধিক দখলদার স্কুলের জমি দখল করে রেখেছেন।
সাতলা স্কুলের সাবেক শিক্ষক মোঃ রুহুল বালী জানান বছরের পর বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের জমি দখল করে দখলদারেরা দোকান নির্মান করে ব্যবসা করে যাচ্ছে এতে সাতলা স্কুলের জমি বেহাত হয়ে আর্থিক ক্ষতির সন্মুখীন হচ্ছে স্কুল।
এবিষয়ে সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বেশ্বর বিশ্বাস বলেন নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত ভাবে জানিয়েছি দখলদার উচ্ছেদে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে স্কুলের জমি উদ্ধার করা হবে এ জন্য এলাকার সুশীল সমাজ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখলের খবরে ক্ষোভ প্রকাশ করে বলেন অচিরেই অবৈধ দখলদার উচ্ছেদ করে স্কুলের জমি উদ্ধার করা হবে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি অবৈধ দখলে রাখার কোন সুযোগ নাই,
অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকাবাসী ছাত্র অভিবাবকদের দাবী সাতলা স্কুলের জমি অবৈধ দখল মুক্ত করে স্কুলের কাছে ফিরিয়ে দেয়া হোক।