নিজস্ব প্রতিবেদক :: স্বতন্ত্র পরিদপ্তর গঠন এবং ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা দেয়াসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশালের বৈষম্যবিরোধী মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আন্দোলনকারীরা মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স দেয়া, ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়নেরও দাবি তোলেন।
রোববার সকালে থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর বান্দ রোডের চাঁদমারি এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় আন্দোলনকারীরা জানান, গত ১৪ বছর যাবৎ মেডিক্যাল টেকনোলজিস্টরা নানাভাবে বৈষম্যের শিকার। এর মধ্যে অন্যতম হচ্ছে সঠিক অনুপাতে নিয়োগ না হওয়া। একইসঙ্গে তাদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারেও উদাসীন ভূমিকা পালন করেছে বিগত সরকার। এ সব সমস্যা সমাধানে দ্রুত নিজস্ব পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের ১০ম এবং গ্রাজুয়েট মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডে নিয়োগ বিধিমালা তৈরি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে রূপান্তরের দাবি জানান তারা।
এ সময় সরকারের প্রতি বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে নগরীর সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তব্য দেন জিদান, সিহাব, নাসরুল্লাহ, মো. মুকিম, সুলতান আবিদ, রাইতাহুল স্পৃহা প্রমুখ।