প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ
আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বাবুগঞ্জের ছাত্রদলের বিক্ষোভ
সাইফুল ইসলাম :: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ । এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও সেখানে থাকবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল।
রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম আল-আমিন ও সদস্য সচিব মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে অংশ নেন ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতা-কর্মী। মিছিলটি বাবুগঞ্জ কলেজ গেট জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে স্টিল ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে কলেজে গেট গিয়ে শেষ হয়।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, "ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালারেরা হুশিয়ার সাবধান, হই হই রৈরৈ ছাত্রলীগ গেলি কই স্লোগানে মুখরিত থাকে তাদের মিছিলটি।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইয়াসির আরাফাত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি।
খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয়, সেজন্য ছাত্রদল ও সাধারণ জনগণ তাদের কর্মসূচি প্রতিহত করবে।
এসব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম আল-আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত, জেলা ছাত্রদল নেতা মোঃ রিয়াজুল ইসলাম বাদশা, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ জুবায়ের হোসেন, মোঃ ওয়াশিকুর রহমান বাপ্পি, বিপ্লব মিস্ত্রি, দেহের গতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ শাহিন বিশ্বাস, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফিরদাউস হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মুন্না সিকদার , বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ সুহাদ শিকদার শিকদার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ, শ্রমিক নেতা আপেল, চাঁদপাশা ছাত্রদলের সাধারণ সম্পাদক বুলবুল, জাকারিয়া রাসেল, ভিপি আলামিন, শাওন প্রমূখ।
Copyright © 2024 Crime Times. All rights reserved.