নিজস্ব প্রতিবেদক :: নগরীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রুপাতলী হাউজিং এস্টেট এর অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া ১ একর ৮৮ শতাংশ জমি পুনুরুদ্ধার হয়েছে। সোমবার দিনভর সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে ৪৫ বছর ধরে অবৈধ দখলে থাকা এই জমি উদ্ধার হয়। উদ্ধার হওয়া জমির মূল্য ২৫০ কোটি টাকা বলে জানিয়েছে আভিযানিক দল। এসময় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরিশাল উপ বিভাগের রুপাতলী হাউজিং এস্টেটের ২০ টি সেমিপাকা বাড়ী ভেঙ্গে ফেলা হয়। বিগত ৪৫ বছর ধরে অবৈধভাবে বাড়ীগুলো তুলে পুরো জমিটি দখলে রাখা হয়েছিলো। অভিযানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খুলনা ডিভিশন এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বরিশাল উপ বিভাগীয় প্রকৌশলী মো. অলিউল ইসলাম, উপ-প্রকৌশলী রফিকুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনা উপ বিভাগীয় প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোর উপ বিভাগীয় পেেকৗশলী মো. আশিক আহমেদ সাকিব।