প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভি*যানে ১৮ বোতল ফে*ন্সিডি*লসহ আটক, ১

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ১৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ বাবুল (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর ২৭নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজারের তিন রাস্তার মুখ থেকে তাকে আটক করে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক বাবুল যশোর জেলার কোতয়ালী থানাধিক বকচর কলোনী এলাকার মৃত আঃ ছাত্তারের ছেলে।
বিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়- এয়ারপোর্ট থানার এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর ২৭নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজারে অভিযান চালিয়ে মোঃ বাবুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Copyright © 2025 Crime Times. All rights reserved.