নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রান্তিক পর্যায়ের ১৫ মৃৎশিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার নগরের অশ্বিনী কুমার হলে ১৫তম প্রান্তিক মৃৎশিল্প সম্মেলন ও শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন– ঝালকাঠির সাবিত্রী পাল, তপন পাল, ফরিদপুরের অসীম পাল, নওগাঁর সুবোধ পাল, পটুয়াখালীর বিকাশ দাস, রিদয় সাহা, রাজশাহীর সুশান্ত পাল, বিশ্বনাথ পাল, নলছিটির বাবুল পাল, টাঙ্গাইলের শোভা রানী পাল, বাকেরগঞ্জের মহেশপুরের শ্যামলী রানী পাল, মাদারীপুরের উমা রানী পাল, কিশোরগঞ্জের খোকন পাল, মৃৎ ঐতিহ্য প্রচারে ইমরান-উজ জামান এবং মৃৎ ঐতিহ্যে বিশেষ সম্মাননা পান বাকেরগঞ্জের রূপক পাল। এ ছাড়া সরাচিত্র বিভাগে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পেয়েছেন মুন্সীগঞ্জের অর্জুন পাল।
এর আগে শুক্রবার এ উপলক্ষে মৃৎমেলার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শনিবার সকালে মৃৎশিল্প সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।