শামীম আহমেদ :: বরিশালে বিএনপির মশাল মিছিল।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে দিনভর তেমন কোন প্রভাব না থাকলেও রাতে পৃথক পৃথক স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
বুধবার রাতে বরিশাল নগরের বটতলা চৌমাথা এলাকায় এবং নগরের ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড আমতলার মোড়ে মশাল মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবীতে তৃতীয় দফা দেশব্যাপি সর্বাত্মক অবরোধেরে সমর্থনে নগরের বটতলা চৌমাথা এলাকায় যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে ও সিএন্ডবি রোড আমতলার মোড়ে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুটি পৃথক মশাল মিছিল বের করা হয়।
এদিকে উজিরপুর উপজেলাধীন বরিশাল-ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠেছে অবরোধের সমর্থনকারীদের বিরুদ্ধে। যদিও খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।