নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘গত ৫৩ বছর যারা দেশ শাসন করেছে, তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই। বিএনপির শাসনামলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিট-ওপিট। গত ৫ আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল এরপর সেই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি শুধু লোকের পরিবর্তন হয়েছে।’
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ভোলার লালমোহন উপজেলার ফরাজী বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়ন শাখার আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও সখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণ সমাবেশে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশের জনগণ বার বার চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আবার তাদেরকেই আন্দোলন করে সরিয়েছে। আর কতো দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন।’ তাই একটা বার আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআন ও হাদিসের আইন বাস্তবায়নসহ দেশ থেকে চাঁদাবাজ ও ধর্ষকদের তাড়ানোর জন্য ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইসলামের বাইরে মুসলমানদের যাওয়ার কোনও সুযোগ নাই। যদি কেউ ধর্ষণ, মদের পক্ষে থাকে- তার ঈমান থাকবে না। তাই মুসলমানদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ-বাসদ করার সুযোগ নাই। কিন্তু যারা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান- তারা ইসলামী দল করবে শান্তির জন্য। তবে মনে রাখতে হবে, ইসলামের নামে ধোঁকাবাজি চলবে না। ইসলামের নামে যারা পোশাকের স্বাধীনতা দিয়ে দেয়, নামাজকে ধ্বংস করে দেয় ও ইসলাম অনুযায়ী চলতে চায় না- এরকম ধোঁকাবাজ দিয়ে ইসলাম হবে না।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ লোকমানের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, চট্টগ্রাম মহানগরের জয়েন্ট সেক্রেটারি মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলার সভাপতি রাশেদুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মূসা কালিমুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলা সেক্রেটারি কবির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন।