নিউজ ডেস্ক :: বাংলাদেশে অ'স্ত্র বিক্রি করতে তুরস্ক: উপদেষ্টা বশির
বাংলাদেশের কাছে তুরস্ক অস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, তবে অস্ত্র বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ চাইলে তুরস্ক আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহী। তারা বিভিন্ন ক্ষেত্রে এ দেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
এ সময় টিসিবির কার্ড নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। একই পরিবারের অনেককে দেওয়া হতো। সেটি বাদ দিয়ে এখন ১ কোটি থেকে ৬৩ লাখ করা হয়েছে।