নুরে আলম :: বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাসির উদ্দিনের বদলি আদেশের ২ মাস পরও কর্মস্থল ছাড়েনি। নিয়মিত নিচ্ছেন বেতন-ভাতাও। সরকারি আদেশ অমান্য করে দিব্যি চাকরি করে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন। বরং অভিযোগ উঠেছে পিআইই নাসির উদ্দিন বাবুগঞ্জ উপজেলায় বহাল থাকতে বদলি আদেশ বাতিল করতে নানা তদবির চালাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপ-সচিব তাসনুভা নাশতারান এর স্বাক্ষরিত এক অফিস আদেশে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাসির উদ্দিনকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হলেও বদলি আদেশ পাওয়ার পর প্রায় ২ মাস চলে গেছে। রহস্যজনক কারণে আদেশটি এখনো কার্যকর হয়নি। প্রকল্প সিপিসিদের অভিযোগ, পিআইও নাসির প্রভাবশালী ও দাপুটে হওয়ায় ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। অনিয়ম, দুর্নীতির কারণে বদলি হলেও ওই অফিস ছাড়তে চাইছেন না। উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন অফিসের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে নাসির উদ্দিনের সম্পর্ক ভালো থাকায় বদলির ২ মাসেও ছাড়পত্র নিচ্ছেন না। সম্প্রতি পিআইও নাসিরের বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগে দেশের জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে পত্রিকায় শিরনামে বলা হয় ‘ভৌতিক প্রকল্প দেখিয়ে পিআইওর কোটি কোটি টাকা লোপাট। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন পিআইও নাসির উদ্দিন। ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি লোপাট। তার বিরুদ্ধে এসব সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তার কক্ষে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি।
বরিশাল জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সাহা জানান, নাসিরের বদলি হওয়ার পর কেন যাচ্ছেন না তা আমার জানা নেই। নাসিরকে বেশ কিছুদিন আগেই রিলিজ দিয়েছি।