নুরে আলম :: বরিশাল বাবুগঞ্জের আল-এহ্সান ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ, ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণী করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার উত্তর দেহেরগতিতে ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।
এসয়ম ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশন বিভিন্ন কর্যক্রম শেষে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।
ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী মো. নেহাল পারভেজ ও তার সুযোগ্য পুত্র হৃদয় পারভেজ দীর্ঘদিন যাবৎ মসজিদ, মাদ্রাস, এতিমখানা, অসহায় পরিবার ও রোগীদের আর্থিক সহযোগিতা ও উন্নয়নমূলক সহায়তা দিয়ে এসেছেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, আল-এহ্সান ফাউন্ডেশন এর কার্যক্রম দেখে খুব ভালো লাগেছে। এখানে ফ্রি চিকিৎসা, ফ্রি ঔষধ ও আর্থিক অনুদান দেওয়া হয়।
তিনি আরো বলেন, অনেক রোগীর ঔষধ ব্যয়বহুল ও দীর্ঘদিন সময় লাগে। সেই সব রোগীদের আমার কাছে প্রেসক্রিপশন নিয়ে পাঠালে আমি নিজে কিনে দেওয়ার চেষ্টা করবো। এবং আল-এহ্সান ফাউন্ডেশনের কার্যক্রমের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য বলবো।
আল-এহ্সান ফাউন্ডেশন পরিদর্শন করায় উপজেলা নির্বাহী অফিসারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নেহাল পারভেজ।