মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধি :: মানবতার তরে আমরা ফাউন্ডেশন (MTAF) এর পক্ষ থেকে লালমনিরহাট এ- ৫৪ জন এবং রংপুর এ- ৫৬ জন অসহায় এর মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রামের শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে ''মানবতার তরে আমরা ফাউন্ডেশন'' নামের এই সামাজিক সংগঠন। দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র পরিবারের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ''মানবতার তরে আমরা ফাউন্ডেশন'' নামের এই সামাজিক সংগঠন।
(২৭ শে ডিসেম্বর-২০২৪) মানবতার তরে আমরা ফাউন্ডেশন- MTAF এর পক্ষ থেকে লালমনিরহাট এ- ৫৪ জন এবং রংপুর এ- ৫৬ জন অসহায় এর মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এবং বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রামে শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে। "মানবতার তরে আমরা ফাউন্ডেশন" নামের এই সামাজিক সংগঠন।
"মানবতার তরে আমরা ফাউন্ডেশনের লালমনির হাট ও রংপুরে এবং বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মানবতার তরে আমরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনির হোসেন, মানবতার তরে আমরা ফাউন্ডেশনের সদস্য মোঃ সগীর হোসেন এবং পিনু, মোঃ ফারুক আহমেদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সমাজের গুণীজনেরা। মানবতার তরে আমরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মনির হোসেন বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ, ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই "মানবতার তরে আমরা ফাউন্ডেশন" এবার পরিকল্পনা করে গ্রাম পর্যন্ত অসহায় পরিবার ও শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে শীতবস্ত্র কম্বল।
দেশে চলমান শীত ও কুয়াশায় গ্রামের দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে জীবন অতিবাহিত করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেওয়া হয়। এজন্য মানবতার তরে আমরা ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী প্যানেলের পরামর্শক্রমে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও অন্যান্য সকল সদস্যের মতামতের ভিত্তিতে মানবতার তরে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ উদ্যোগ নিয়েছি।” মানবতার তরে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে আগামীতে সমাজের উন্নয়নের বিভিন্ন সামাজিক কাজ হাতে নিবে এছাড়া ও আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাব্যক্ত করেন সংগঠনের সদস্যবৃন্দ। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। "মানবতার তরে আমরা ফাউন্ডেশন" মানুষের হৃদয়ে জায়গা দখল করে নিবে ইনশাআল্লাহ।