বানারীপাড়া প্রতিনিধি :: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ "শেরেবাংলা স্মৃতি পদক"-এ ভূষিত হলেন বানারীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল। শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় "শেরেবাংলা এ. কে. ফজলুল হক স্মৃতি পরিষদ"র উপদেষ্টা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আমির হামজার সভাপতিত্বে রাজধানীর নয়াপল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরেবাংলা স্মৃতি পরিষদ ও সিজি কমিউনিকেশন বিডি-এর যৌথ উদ্যোগে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ. কে. ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক আলোচনাসভা, শীতবস্ত্র বিতরণ ও শেরেবাংলা স্মৃতি পদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা। অনুষ্ঠান উদ্বোধন করেন শেরেবাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জাকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান।
এদিকে বিএনপি নেতা হাবিবুর রহমান জুয়েল
"শেরেবাংলা স্মৃতি পদক"-এ ভূষিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বানারীপাড়া, বরিশাল।
তারিখ: ২৫ জানুয়ারি ২০২৫ খ্রি.।