নিজস্ব প্রতিবেদক :: আলোর জগত পত্রিকার সম্পাদকের মৃ.ত্যুতে, গণমাধ্যমে শোক।
প্রাচীনতম ‘দৈনিক আলোর জগত’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. ফারুক আলম তালুকদার ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (২৭জানুয়ারি) সকাল ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর। মরহুমের জানাজার নামাজ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়ন নিজ বাড়িতে আজ বাদ এশা অনুষ্ঠিত হবে ।
তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সংবাদপত্র পরিবারে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন সদালাপী ও সাদা মনের মানুষ। সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। তার মৃত্যুতে সংবাদপত্র জগতের যে ক্ষতি সাধন হয়েছে তা অপূরণীয়। এই গুণী ব্যক্তির মৃত্যুতে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গণমাধ্যমকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে ইতিমধ্যে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, জানালিষ্ট ওয়েলফেয়ার কাউন্সিল, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি, কদমতলী থানা সাংবাদিক ক্লাব, যাত্রাবাড়ী রিপোর্টার্স ক্লাব, ডেমরা প্রেসক্লাব ও বিসিআরসি সহ জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনগুলো।
জানাযা নামাজ সম্পন্ন: দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম ফারুক আলম তালুকদার আজ (সোমবার) ২৭ জানুয়ারি সকাল ৯ ঘটিকায় ইন্তেকাল করেন। মরহুমের জানাজা তার নিজ বাড়িতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতপুর ইউনিয়ন বাদ এশা সম্পন্ন করে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা দৈনিক আলোর জগত পত্রিকার প্রধান সম্পাদক তুহিন ভূঁইয়া, সহ-সম্পাদক ও বরিশাল বিভাগের দায়িত্বরত আজাদ হোসেন কালাম মোল্লা, ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামাল, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ রশিদ, পটুয়াখালী প্রতিনিধি মোঃ মাসুদ মিয়া সহ আরো অন্যান্য সাংবাদিকগণ।
প্রসঙ্গত, প্রাচীনতম দৈনিক আলোর জগত পত্রিকা সুদীর্ঘ ২২ বছর অতিক্রম করে এসেছে। প্রতিবছর ১১ জুলাই পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌজন্য কপি প্রদান ও সাক্ষাৎ করে আসছেন পত্রিকাটির সাথে সম্পৃক্ত সংবাদকর্মীরা।