প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
বরিশাল আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন, আফরোজা খানম নাসরিন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন, আফরোজা খানম নাসরিন।
আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আফরোজা খানম নাসরিন বিদ্যালয়ে তার দায়িত্ব বুঝে নিয়েছেন। রবিবার ২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় সভাপতি হিসেবে বিদ্যালয়ে প্রবেশ করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সিনিয়র যুগ্ম আহবায়ক ও এডহক কমিটির সভাপতি আফরোজা খানম নাসরিন। এ সময় তাকে স্বাগত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।পরে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে পরিচিত হন এবং তৎপরবর্তীতে সকল ক্লাস পরিদর্শন করে সাধারন ছাত্রীদের সাথে মতবিনিময় করেন তিনি। উল্লেখ্য আফরোজা খানম নাসরিন কে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করে গত ২৮ জানুয়ারী প্রজ্ঞাপন জারি করে বরিশাল শিক্ষা বোর্ড।
Copyright © 2025 Crime Times. All rights reserved.