প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
কাউখালীতে উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রে*প্তার
নিজস্ব প্রতিবেদক :: কাউখালীতে উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রে*প্তার
পিরোজপুরের কাউখালীতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে পিরোজপুরের কোটে পাঠানো হয়েছে।কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, গত রবিবার ৯ ফেব্রুয়ারি রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনে থেকে ডিবি পুলিশ ইউপি চেয়ারম্যান মিন্টুকে গ্রেফতার করে। রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন ।
কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার ব্রেকুটিয়া ব্রিজে সংলগ্ন নতুন বাজার মোড়ে গত ৬ নভেম্বর ২০২৪ সালে বিএনপি'র পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয় ও ছিঁড়ে ফেলে ।এ সময় আওয়ামী লীগের নেতা ও কর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছিল।।ঐ মামলায় চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় পিরোজপুরের আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন অভিযান চলছে এই আলোকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।
এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2025 Crime Times. All rights reserved.