মো: জিয়াউদ্দিন বাবু :: বরিশালে সাইবার আইনে করা অর্ধশতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিলো। সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে আদালত সুত্র নিশ্চিত করেছে।
বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সুত্র জানিয়েছে, মুক্ত মত প্রকাশের কারনে সাইবার আইনে মামলা সরকার প্রত্যাহার করার সিদ্বান্ত নেয়। সেই হিসেবে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাবেক সরকারের বিরুদ্ধে কটুক্তিসহ নানা কারনে ওই মামলাগুলো করা হয়েছিলো। রাজনৈতিক বিবেচনায় ৪৯৪ ধারা মোতাবেক প্রত্যাহার করা হয়। মামলার সিংহভাগ আসামী বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছিলেন। প্রত্যাহার করা মামলার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের ৪৯টি, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৯টি ও একটি জিডি রয়েছে।
এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালের পিপি সাদিকুর রহমান লিংকন বলেন, গত সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিহিত করে সাইবার আইনে মামলা করা হতো। রাষ্ট্রের যে কোন সিদ্বান্তের বিরুদ্ধে কথা বললে মিথ্যা অভিযোগ এনেও সাইবার আইনে মামলা করা হতো। এসব মামলার হয়রানিমুলক মামলার সরকারের সিদ্বান্তে প্রত্যাহার করা হয়েছে। সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়েছে।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, মামলা প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৫৩৬টি। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনালের মামলা, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৩৪৭টি ও জিডি ৯টি। উচ্চাদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।##