আন্তর্জাতিক ডেস্ক ::
চিলির পাতাগোনিয়া অঞ্চলে নৌ-ভ্রমণের সময় এক যুবককে আচমকা গিলে ফেলেছে বিশালাকার এক তিমি মাছ। তবে কিছুক্ষণের মধ্যেই আবার তাকে উগড়ে দেয় মাছটি।
ভয়াবহ এ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এড্রিয়ান সিমানকাস নামের এক যুবক। বাবার সাথে ম্যাগেলান প্রণালীতে কায়াকিং করছিলেন তিনি।
এসময়, আচমকা তার নৌকার পিছনে ধেয়ে আসে বিশালাকৃতির হাম্পব্যাক হোয়েল। বিশাল হা করে আশপাশের সবকিছুর পাশাপাশি গিলে ফেলে নৌকাসুদ্ধ যুবকটিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এ ঘটনার ভিডিও।