প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
কাউখালীতে অ.বৈ.ধ ইটের পাঁজা বিন.ষ্ট করল প্রশাসন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে অবৈধ ইটের পাজার মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামে অবৈধ ইটের পাঁজায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে ইট পাজার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
উপজেলার কালিগংগা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত হাতেম আলী কবিরাজের ছেলে কালাম কবিরাজের ইটের পাঁজায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বিনষ্ট করে দেওয়া হয়।
উল্লেখ্য প্রায় ৫০ হাজার পাঁজার ইট বিনষ্ট করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন অবৈধভাবে পাঁজা স্থাপনা করে ইট পোড়ানোর দায়ে পাজাটি বিনষ্ট করে দেওয়া হয়েছে।
Copyright © 2025 Crime Times. All rights reserved.