কে এম সফিকুল আলম জুয়েল, বানারীপাড়া প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমানকে সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে অফিসার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, উপজেলা ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
কৃষিবিদ তনয় সিংহ, সাংগঠনিক সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, অর্থবিষয়ক সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস, মহিলাবিষয়ক সম্পাদক
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরিফিন। এছাড়াও ৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার ও উপজেলা সমবায় কর্মকর্তা।
বানারীপাড়া, বরিশাল
তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ।