স্টাফ রিপোর্টার :: বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা ইউনিয়নে অবস্থিত 'ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়' এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। ১৯ ফেব্রুয়ারি বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। রায়পাশা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ওই শিক্ষা পিতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেও তিনি বরিশাল জেলা (দক্ষিণ) এর আহ্বায়ক কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক পদের দায়িত্বে রয়েছেন।
নব-গঠিত কমিটিতে নুরুল আমিনকে সভাপতি এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। তাছাড়া শিক্ষক সদস্য- সীমরন মজুমদার, মো. শফিকুল ইসলাকে অভিভাবক সদস্য করা হয়েছে। সভাপতি শিক্ষা বোর্ড এবং অপর দুই সদস্যকে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করেছেন।
জানা গেছে, ২০২৪ সালের ২৫ এপ্রিল প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০২৪ এর ৬৪(১) নং ধারা অনুযায়ী চার সদস্যের সমন্বয়ে রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করা হলো। এই কমিটির মেয়াদ চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হতে ১৮ আগস্ট পর্যন্ত ছয়মাস পর্যন্ত কার্যকর থাকবে।