নিজস্ব প্রতিবেদক :: বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় বরিশালে একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম। এসময় বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১২টা ১ মিনিটে প্রথমে বিভাগীয় কমিশনার রায়হান কায়সার। এরপরই রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ও জেলা বিএনপির নেতা কর্মীরা অমর একুশের গান গেয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর পরেই সকলের জন্য উন্মুক্ত হয় শহীদ মিনার।