মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি :: সদরপুর ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন এর নতুন বাজারে সড়কে গতকালের ডাকাতি হয় কিছু মালামাল। ডাকাতি হওয়া মালামাল সহ চার ডাকাত দলে সদস্যকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। দেশের বিভিন্ন জেলা থেকে এই চারজনকে আটক করা হয়েছে সদরপুর থানা পুলিশের নেতৃত্বে। আটকরা হলেন । মোঃ রুহুল আমিন (৩৬) পিতা শাহেদ ফকির, বাতা মরিয়ম বেগম, দুই নম্বর আলামিন বয়স (২৭ )পিতা মেলা মাতুব্বর, মামাত মাতা মমতাজ বেগম, তিন নাম্বার হলেন শাহনাজ মাতুব্বর বয়স (৩০) পিতা মৃত সিদ্দিক মাতুব্বর মাথা শাহরান বেগম,, 4 নাম্বার মোঃ ওমর ফারুক ৪১ পিতা মোঃ তৈবুর রহমান, মাথা ফাতেমা রহমান, এদের সবার বাড়ি একই উপজেলা নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিন্নালিয়া গ্রামে। তবে এ বিষয়ে সদরপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়।