প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
এবার অসহায় মা ও মেয়ের পাশে বরিশালের মানবিক সমাজসেবা কর্মকর্তা, সাজ্জাদ পারভেজ

নিজস্ব প্রতিবেদক :: এক অস.হায় মা ও মেয়ের পাশে বরিশালের মানবিক সমাজসেবা কর্মকর্তা, সাজ্জাদ পারভেজ।
সাজ্জাদ পারভেজ, বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে সততা-নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি আর্ত-মানবতার সেবায় কাজ করে ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। বিশেষ করে, অসহায় মানুষকে নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পবিত্র শবে-ই-বরাত রাতে কবর জিয়ারত শেষে বাসায় ফেরার পথে উপস্থিত দুঃস্থ ও অসহায়দের মধ্যে থেকে একজন ' সাজ্জাদ ' স্যার সম্বোধন করলেন.. কিছুটা অবাক হলেও আশ্চর্য হয় নি ছোট্ট শহরে হয়তো কোথাও দেখা হয়েছিলো...দাঁড়িয়ে এক মা ও মেয়ের অসহায়ত্বের শুনলেন পূন্যের এই রাতে একটু সাহায্যের প্রত্যাশা'য় মে-মেয়ে দু'জন এসেছেন।
মেয়ে লামিয়াকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। লামিয়া জন্মের একমাস পর বাবা মারা যান। মা লাইলী বেগম কষ্ট কায়ক্লেশে মেয়েকে লালন পালন করে বিয়ে দেন। কিনতু লামিয়ার বিয়ে টিকে নি। জীবনের তাগিদে মা ও মেয়ে উজিরপুর গুঠিয়া মসজিদের কাছে ছোট্ট একটাচায়ের দোকান দিলেও মালামালের অভাবে ভালো বিক্রি হয় না। তাই দোকানে মালামাল তোলার জন্য শবে বরাতে সাহায্য চাইতে এসেছিলেন.. কর্মী পাঠিয়ে এর সত্যতা পাওয়ায় লাইলী বেগম ও তার মেয়ের দোকানের জন্য ৮৪ ইভেন্ট থেকে নিজে স্থানীয় বাজারে গিয়ে মালামাল কিনে দিলেন ইভেন্ট-৮৪ এর সামান্য সহযোগিতা এই মা ও মেয়ের সংগ্রামী জীবনে কতটা প্রয়োজন ছিল, এইসব কথা তাদের কাছ থেকে জেনে আবেগবান হয়ে পড়েন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ
হতদরিদ্র জীবনে সাহায্য পেয়ে স্বস্তি পেয়েছেন অসহায় মা ও মেয়ে । পরিবারের খাবার জুটানোর একটা ব্যবস্থা হওয়ায় তিনি নিশ্চিন্ত। তাকে এই নিশ্চয়তাটুকু দিতে পারায় ইভেন্ট-৮৪ আনন্দিত।
জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, আমাদের আশপাশে এরকম সুবিধাবঞ্চিত অনেক লাইলী আছে, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। জনবান্ধব ও সাংবাদিক বান্ধব এই সমাজসেবা কর্মকর্তার ব্যতিক্রম কর্মোদ্যম, সৎ ও দায়িত্বশীলতা বরিশাল জেলায় দিন দিন যোগ হচ্ছে সহযোগিতার নতুন মাত্রা। তাঁর সততা ও কর্মদক্ষতায় প্রতিদিন বরিশাল জেলা সমাজসেবা অফিসের সুনামের মাত্রা যোগ হচ্ছে। বৃদ্ধি পাচ্ছে অসহায় মানুষের সহযোগিতার হাত। সরকারি দায়িত্বের পাশাপাশি জেলার বিভিন্ন হতদরিদ্র, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, গরিব মেধাবী ছাত্র-ছাত্রীর পাশে সহযোগিতার হাত বাড়ানো প্রতিদিনের রুটিনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে জেলা সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজের। সাজ্জাদ পারভেজ ১৯৯৭ সালে বরিশাল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সরকারি চাকরি করলেও তিনি নিজেকে সরকারি অনুদানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তার এস এসসির ৮৪ ব্যাচের বন্ধুদের নিয়ে ৮৪ ইভেন্ট নামের গ্রুপের মাধ্যমে অসহায় মানুষদের সহায়তার কাজ করে যাচ্ছেন। এই গ্রুপের মাধ্যমে অবহেলিত মানুষ দেখলেই এগিয়ে যান তিনি। তার এসব ভালো কাজ দিয়ে তিন বার অর্জন করেছেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রবেশন অফিসার পদক। এছাড়াও ২০২০ সালে পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার।
Copyright © 2025 Crime Times. All rights reserved.