
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের রাজ ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এ সময় ফায়ার সার্ভিসের পানির সাহায্যে কাঁচা ইট ধ্বংস ও ড্রাম চিমনি ভেঙে ফেলা হয়। পাশাপাশি ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের ওই অভিযানে এয়ারপোর্ট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘রাজ ব্রিকস নামের ওই অবৈধ ইটভাটায় জেলা প্রশাসকের লাইসেন্স ছিল না। এছাড়াও সেখানে অবৈধ ড্রাম চিমনির ব্যবহার এবং জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছিল। ফলে ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী সেখানে একটি মামলা দায়ের করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অবৈধ ইটভাটাটি ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’


