নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক-বাজেট বিষয়ক মতবিনিময় সভা বিভাগীয় প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। প্রধান অতিথি বলেন, বাজেট অর্থনীতির প্রাণ। এর মাধ্যমে অর্থনীতির চাকা সচল থাকে। রাষ্ট্র পরিচালনায় আয় ও ব্যয়ের হিসাব বাজেটের মাধ্যমে প্রতিফলিত হয়? রাষ্ট্রের ব্যয় মেটানোর জন্য আর্থিক উৎসের অন্যতম প্রধান হলো কর। সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীবৃন্দ এবং কর প্রদানে যোগ্য সকল নাগরিককে নিয়মিত কর প্রদান করতে হবে। এলক্ষ্যে কর প্রদানের পদ্ধতি সহজীকরণ ও ট্যাক্স ভীতি দূরীকরণে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে বলে।
তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে কর আদায় করা যায়। সরকার চায় আইন প্রয়োগ না করে করদাতাদের উৎসাহ ও কর প্রদানের উপকারিতা সম্পর্কে সচেতন করে তা আদায় করা হোক। এসময় জনগণের প্রদেয় কর রাষ্ট্রের এবং তাদের সেবার জন্যই ব্যয় করা হয় সে বিষয়েও জনগণকে আরও বেশি জানাতে হবে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ কে এম বদিউল আলম ও হোসেন আহমদ, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
উম্মুক্ত আলোচনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বাজেট সম্পর্কিত তাদের মতামত, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।