ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বেলস পার্কে ১৯৮টি অ.বৈ.ধ দোকান : বছরে ৭৭ লাখ টাকা চাঁ.দা আদায়  

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৬, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: একটু মুক্ত আকাশ দেখতে, একটু নির্মল হাওয়ার ছোঁয়া পেতে, স্বাস্থ্যঝুঁকি থেকে প্রান বাঁচাতে একটুখানি পায়ে চলতে কিংবা পরিশ্রান্ত সময়কে জয় করতে স্ব-পরিবারে মাঠে বসে আড্ডা দেওয়ার একমাত্র জায়গা ছিলো বেলস পার্ক। সেখানেও পড়েছে হায়নার ছোবল।

পুরো বেলস পার্ক এলাকায় রাতারাতি গড়ে উঠেছে ১৯৮টি ক্ষুদে দোকান। অভিযোগ আছে বরিশাল সিটি কর্পোরেশনের এক অসাধু কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীর হাতে এখানে দোকান করা বাবদ একশ টাকা করে দৈনিক ১৯ হাজার ৮শ টাকা তুলে দেয়া হচ্ছে। একই লোকদের আরো অন্তত ৫০টি বাদাম বেলুন, হাওয়া মিঠাইসহ আড়াই হাজার টাকা প্রতিদিন দিতে হয়। এ হিসেবে মাসে সাড়ে ৬ লাখ এবং বছরে ৭৭ লাখ টাকা প্রকাশ্যে হাতিয়ে নিচ্ছে। এর বিনিময়ে এখানে বসানো হয়েছে খাবারের হাট-বাজার। নগরীর শান্তিপ্রিয় মানুষের সামান্য নি:শ্বাসের সুখটুকু এরা কেড়ে নিচ্ছে।

নগরীর প্রধান এই বিনোদন কেন্দ্রকে এখন রীতিমতো খোয়াড় বানানো হচ্ছে। এ নিয়ে বিসিসির বর্তমান প্রশাসন পড়েছেন সমালোচনার মুখে। এই পার্কে এখন মানুষতো দূরে থাক পশু অবস্থানেরও পরিবেশ নেই। যেখানে সেখানে গড়ে ওঠা এসব অবৈধ দোকানের আড়ালে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। এক শ্রেণির নেশাখোরদের কাছে এই পার্ক এখন তীর্থকেন্দ্রে পরিনত হয়েছে। নেশার টাকা যোগার করতে এরা পার্কে বসেই মোবাইল, স্বর্ণালংকার, টাকা ছিনতাই করছে। এখানে ডিউটিরত পুলিশরা এই চক্রকে প্রশ্রয় দিচ্ছে বলে খবর রয়েছে।

বিসিসির কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর কারণে ঐতিহ্যবাহী এই পার্ককে ভাগাড়ে পরিনত করার হাত থেকে রক্ষার আবেদন জানিয়েছেন সাধারণ মানুষ।