নিজস্ব প্রতিবেদক :: মাগুরায় ৮ বছরের শিশু ধ.র্ষ.নের প্রতিবাদে
বরিশালে মানবব.ন্ধন।
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষনসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে বরিশালে। শনিবার (৮ মার্চ) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, মাগুরায় ৮ বছরের শিশুসহ সারাদেশে সারাদেশে নারী ও শিশু ধর্ষণের হার বাড়ছে। নারী দিবসে এমন বিষয় নিয়ে মানববন্ধন করতে হচ্ছে যেটা দুঃখজনক।
এ সময় তারা ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি ও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা সহ ৬ দফা দাবি জানান। পরে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা। এদিকে নারী দিবসকে কেন্দ্র করে সরকারি ভাবে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়েছে বরিশাল জুড়ে।