নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছি। আপনি বাংলাদেশ এসেছেন (জাতিসংঘ মহাসচিব) আপনি উদ্যোগ নিয়ে তাদেরকে তাদের মাতৃভূমিতে নেয়ার ব্যবস্থা করুন। চরমোনাই পীর বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংষ্কার জরুরী হয়ে দাঁড়িয়েছে।
এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংষ্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশংকা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংষ্কার হতেই হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির পিআর (পিআর) নির্বাচন পদ্ধতি দাবী করেছি। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।
গত শুক্রবার নগরীর বরিশাল ক্লাবে রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী, বুদ্ধিজীবি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর আরো বলেন, ২০২৪ আমাদের ইতিহাসের একটি গৌরবময় ইতিহাস। ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকেই রাজনৈতিকভাবে এই আন্দোলনের অংশ ছিলো। দীর্ঘ স্বৈরশাসনের পরে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। এখন সময় হলো বাংলাদেশ গড়ার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর লোকমান হাকীম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, অধ্যাপক ওমর ফারুক, শেখ আব্দুল্লাহ নাসির, রেজাউল করীম, গাজী মুহাম্মাদ রেদোয়ান।