নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এসআই আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে ক্লোজ করা হয়। তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেইসঙ্গে ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদনও করেন।
জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার আসামিদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামিপক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. ফয়সল আহমদ (৩২)।
লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামি গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান। পরে কাজ না হওয়ায় মো. ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান এসআই আলীম উদ্দিন।
এ ঘটনায় ফয়সল আহমদ মঙ্গলবার সিলেটের পুলিশ সুপার বরাবর এসআই আলীম উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন।
এরইই আলীম উদ্দিনকে ক্লোজ করা হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন থানার ওসি এনামুল হক চৌধুরী।