কে এম সফিকুল আলম জুয়েল :: ইসলামি চক্ষু হাসপাতাল ফরিদপুর শাখা'র শুভ উদ্ধোধন ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
চোখের সমস্যা নিয়ে সমাজের অসংখ্য মানুষ ভুগছে তাদের হাতের নাগালে নেই উন্নত চিকিৎসার সেবা,আর তাই উন্নত চিকিৎসাসেবা নিশ্চয় করার লক্ষে ২০ মার্চ বৃহস্পতিবার আছর বাদ ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামি চক্ষু হাসপাতালের শুভ উদ্ধোধন করেন ইসলামি চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সরোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু কাওছার,ফরিদপুর শাখা পরিচালক ডাক্তার আরাফাত হোসেন, চক্ষু ও রেটিনা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার সোহেল মাহমুদ,ফরিদপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন,ইসলামি চক্ষু হাসপাতাল এর পরিচালক প্রশাসন মোঃ লুতফুল কবির রিপন,ঢাকা মোহাম্মদপুর শাখার পরিচালক আমিনুল ইসলাম,ডাক্তার এইচ এম ছাব্বির আহমদ, মোঃ রেজাউল করিম,ম্যানেজমেন্ট কনসালটেন্ট মোঃ আবু জাফর,ম্যানেজমেন্ট কনসালটেন্ট মোঃ সাইফুল ইসলাম,জিল্লুর রহমান প্রমুখ।
ইসলামি চক্ষু হাসপাতালে মাত্র ৮০ টাকা টিকিটের মাধ্যমে কম্পিউটার ও স্লিটল্যাম্পের মাধ্যমে পরীক্ষা করে চক্ষু ও মাথা ব্যাথার রোগীদের যাবতীয় সেবা প্রদান করা হয়।কম খরজে ছানি, নেত্রনালি, ফ্যাকো সহ রেটিনা গ্লুকোমা অপারেশন করা হয়।
এ সময় সরোয়ার হোসেন বলেন, মানুষের চোখের রোগ নিয়ন্ত্রণ এবং অন্ধত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসলামি চক্ষু হাসপাতাল কাজ করে যাচ্ছে প্রতিটি শাখায়, তারই ধারাবাহিতা অব্যাহত রাখতে ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের কার্যক্রম চালু করা হল । কোন দুঃস্থ অসহায় মানুষ টাকার অভাবে চক্ষু চিকিৎসা থেকে তার হাসপাতাল থেকে বঞ্চিত হবে না। টাকা না থাকলেও রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন বলে তিনি জানান।