প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ণ
বরিশালে শতাধিক মসজিদের ইমামদের নিয়ে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার :: বরিশাল মহানগরীর শতাধিক মসজিদের ইমামদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেশন সেন্টারে এই অনুষ্ঠানে কয়েক’শ ইমাম ও বিশিষ্ট আলেমগন অংশ নেন।
এতে প্রধান আলোচক ছিলেন বিশষ্টি ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কিউ এম আব্দুল হাকিম মাদানী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ। ইসলামী ব্যাকং হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আঃ কুদ্দুসের স্বাগত বক্তব্যের পর একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করেন প্রশাসনিক কর্মকর্তা আশিকুল হায়দার মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এলমসি চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মতিউর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, ফজলুল হক কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আঃ রব, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আলম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা আঃ সালাম, মাওলানা কাওসার হামিদী সহ অন্যান্য ইমামবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র অফিসার (প্রশাসন) আব্দুল রাজ্জাক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, মার্কেটিং অফিসার জাকির হোসেন, আনিছুর রহমান সহ বিভিন্ন বিভাগীয় ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই হাসপাতালের প্রতিষ্ঠাতা শহীদ মীর কাসেম আলীর রুহের মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া বক্তারা বরিশালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ সহ পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন, আলেমদের কর্পোরেট সুবিধা প্রদান, ইমার্জেন্সি সেবা আরো সহজলভ্য করার দাবি উত্থাপন করেন। ইপিআই কেন্দ্র চালু, রমজানে পূরুষ ও মহিলাদের জন্য আলাদা তালিমুল কুরআনের ব্যবস্থা, অভিযোগ বাক্স দিয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধান সহ সার্ভিসের নানা দিক তুলে ধরেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত শেষে সকল ইমামকে ঈদ সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
Copyright © 2025 Crime Times. All rights reserved.