প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ২:১১ অপরাহ্ণ
দেশের অর্ধেকের বেশি জেলার উপরে ফের হা*না দেবে তাপপ্রবাহ
আবহাওয়া ডেস্ক :: দেশের অর্ধেকের বেশি জেলার উপরে ফের হা*না দেবে তাপপ্রবাহ
চৈত্রের শুরুতে হানা দিয়েছিল তাপপ্রবাহ। মাঝখানে স্বস্তির বৃষ্টিতে সেই দাপট কমেছে। তবে আগামী কয়েক দিনে ক্রমেই বাড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে আবারও হানা দিতে পারে তাপপ্রবাহ। এতে মার্চের বাকি দিনগুলোয় দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।সোমবার (২৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।পোস্টে এই আবহাওয়াবিদ লিখেছেন, সোমবার সকাল ৮টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের ৬৪টি জেলার আকাশই সম্পূর্ণ মেঘমুক্ত অবস্থায় দেখা গেছে। আজ থেকে ভারত ও বাংলাদেশের উপরে বায়ুর উচ্চচাপ অবস্থা বিরাজ করার প্রবল আশঙ্কা করা হচ্ছে। এর কারণে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলো এবং বাংলাদেশের আকাশে মেঘের সৃষ্টি হতে বাধাপ্রাপ্ত হবে।এই অবস্থা আগামী ৭ থেকে ১০ দিন অব্যাহত থাকতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সোমবার থেকে দেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করবে। পাশাপাশি ২৬ মার্চ থেকে দেশের বিভিন্ন জেলার উপরে মৃদু তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর ৩০ মার্চ থেকে দেশের অর্ধেকের বেশি জেলার উপরে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় এপ্রিল মাসের ৫ তারিখের আগে দেশের উপর উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
Copyright © 2025 Crime Times. All rights reserved.