নিজস্ব প্রতিবেদক :: আগৈলঝাড়ায় ইউএনও ফারিহা তানজিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল।
বরিশালের আগৈলঝাড়া ইউএনও ফারিহা তানজিন এর অপসারণের দাবিতে গতকাল বুধবার সকালে দ্বিতীয় দিনেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে আগৈলঝাড়া থানার সামনে ইউএনও ফারিহা তানজিন এর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী।
আগৈলঝাড়া থানার সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীদের হাতে ইউএনও’র বিরুদ্ধে লেখা বিভিন্ন প্লেকার্ড ছিল।
ইউএনও’র অপসারণের দাবিতে প্রতিবাদ সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, রনি সরদার, মঞ্জুয়ারা বেগম, সোহাগ শাহ, লুনা বেগম, সাজ্জাদ বিশ্বাস ও লিপি বেগমসহ প্রমুখ। ইউএনও অফিসের অফিস সহায়ক মোসাঃ বিলকিছ আক্তার, মো. আমির আলী ও অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মতিউর রহমান মোল্লা অভিযোগ করে বলেন, ইউএনও’র বিরুদ্ধে আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আমাদের বিভিন্ন ধরনের হুমকি—ধামকি দিয়ে আসছেন তিনি।
এমনকি আমাদের চাকুরি খেয়ে ফেলবেন বলে হুমকি দেন ইউএনও। তারা আরো বলেন, ইউএনও স্যার তার গাড়িতে করে উপজেলা পরিষদে আসা সরকারি খেজুর, দুম্ভার মাংস ও শাড়ি লুঙ্গি তার বরিশালের বাড়িতে নিয়ে যায়। আমাদের সাথে সব সময় খারাপ আচরণ করেন ইউএনও স্যার।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, আমার অফিসের তিন কর্মচারীকে অবৈধ সুবিধা দিতে না পারায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।