আবহাওয়া ডেস্ক :: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
চৈত্রের দাবদাহে হাঁসফাঁস জনজীবন। প্রখর রোদের দাপটে প্রতিটি প্রাণ যেন এক পশলা স্বস্তির বৃষ্টির অপেক্ষায়। এই অবস্থায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
দুপুর সোয়া ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে কখন, কোথায় বৃষ্টি ঝরতে পারে সে বিষয়েও পূর্বাভাস দিয়েছেন মোস্তফা কামাল পলাশ।
পোস্টে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক লিখেছেন, রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে একবার এবং রাত ২টার পর থেকে শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার মধ্যে দ্বিতীয়বার বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুপুর ১টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: সাগরে সুস্পষ্ট লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
এদিকে বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে রাত ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুপুর ১টার পর থেকে রাত ৮টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোয় বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও যশোর জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।
অন্যদিকে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে একবার এবং শুক্রবার ভোর ৫টার পর থেকে সকাল ১০টার মধ্যে দ্বিতীয়বার বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। এরমধ্যে ঢাকার উপর দিয়ে বিকেল ৫টার থেকে রাত ১০টার মধ্যে প্রথমবার এবং শুক্রবার সকাল ৬টার পর থেকে সকাল ১০টার মধ্যে দ্বিতীয়বার বৃষ্টি হতে পারে।
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল, বরগুনা, পটুয়াখালীর ও ঝালকাঠি জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার উপর দিয়ে রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে।