পারভেজ :: প্রথম বারের মত জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বরিশালে ৭দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে।
"বহু বর্নিল রঙে হোক রঙিন,
নতুন বছরের প্রতিটি দিন "
এই স্লোগানকে কেন্দ্র করে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
১৪ ই এপ্রিল সোমবার বিকাল ৪ টায় নগরীর বেলস পার্ক মাঠে এই মেলার শুভ উদ্ভোধন করা হয়।উদ্বোধনের পর থেকেই ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বাঙ্গালী প্রাণের উৎসব বৈশাখকে ঘিরে সব সময় বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় মেলার মাঠে একটু বিনোদনের জন্য ছোট-বড় শিশুসহ সকল বয়সের মানুষের ভিড়ে মাঠ কানায় পরিপূর্ণ হয়ে যায় । আবার পরিবারের সদস্যরা নিজেদের সংসারের গৃহস্থলি তৈজষপত্রসহ শিশুদের আবদার রক্ষার্থে কিনতে হয় বিভিন্ন ধরনের আনন্দ- বিনোদনের খেলনা।
কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে মেলার মাঠে ঘুরে বিনোদন করছে তুলছেন সেলফি আবার তরুন-তরুনীরা বিভিন্ন স্টলে ঘুরে কিনছেন পছন্দের জিনিষ-পত্র।
মেলায় বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা মৃৎশিল্পের বিভিন্ন তৈজষ-পত্র ও শিশুদের বিভিন্ন খেলনা-মাটির পুতুল,বাশিঁ সহ পাশাপাশি মেলায় প্লাষ্টিকের তৈরী বিভিন্ন খেলনাও স্থান পেয়েছে।
এছাড়া মেলায় ঘুড়ে সবচেয়ে বেশি চোখে পড়েছে নাগরদোলা ও নৌকাবাইচ স্টলে তরুন-তরুনীদের ভিড় সেই সাথে ভিড় রয়েছে বাচ্চাদের খেলনা ট্রেন ও ঘোড়ায়।
মেলার দ্বিতীয় দিনে রৌদ্রের তাপ কমে আসা ও বেলা পড়ে যাওয়ার সাথে সাথে মেলার মাঠে নগরীর দূরদুরান্ত থেকে ছুটে আসতে থাকে সব বয়সের মানুষ।
জেলা প্রশাসন মেলা কমিটি বৈশাখী মেলায় আসা বিনোদনপ্রেমি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সন্ধ্যার পর কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের বক্তব্য সংযুক্ত করা হয়েছে।