নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আভাসের উদ্যোগে গৃহক র্মীদের শ্রম আইনে অন্ত র্ভু ক্তকরণের দা বীতে মানব ব ন্ধন ও র্যালি।
বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এর যমুনা পাম্প সংলগ্ন এলাকায় আভাসের উদ্যোগে ১৬ ই এপ্রিল ২০২৫ ইং গৃহকর্মীদের নিয়ে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
আগামী ১ মে, বিশ্ব শ্রমিক দিবস হলেও, গৃহশ্রমিকবৃন্দ শ্রম আইনের অন্তর্ভুক্ত নন। এর পরিপ্রেক্ষিতে, শ্রম আইনে অন্তর্ভুক্তকরনের দাবী নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সাথে গৃহকর্মী অধিকার ও সুরক্ষা নীতিমালা ২০১৫ এর বাস্তবায়ন ও আইএলও কনভেনশন ১৮৯ এর অনুসমর্থন এর এর দাবী পেশ করা হয়।
মানববন্ধন ও র্যালিতে প্রায় ৭০ জন গৃহকর্মী অংশগ্রহন করে এবং সাপ্তাহিক ছুটি,ন্যায্য মজুরি, গৃহকর্তাদের ভালো ব্যাবহার সহ ইত্যাদি দাবি উপস্থাপন করে।
আভাসের উদ্যোগে, অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা বাস্তবায়নের জন্য "ইনশিউরিং ডমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইন বরিশাল সিটি কর্পোরেশন আন্ডার ইডব্লিউসিএসএ " নামক এই প্রকল্পটি বরিশাল সিটি কর্পোরেশন এ বাস্তবায়িত হচ্ছে।