স্টাফ রিপোর্টার :: বসত ঘরের আড়ার সাথে ঝুলছিলো কলেজ ছাত্রী ইতি শিয়ালীর (১৮) মরদেহ।
আজ বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে থানা পুলিশ কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় এনেছে।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের।
মৃত ইতি শিয়ালী ওই গ্রামের শ্যামল শিয়ালির মেয়ে। সে গত বছর মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আগামীকাল বৃহস্পতিবার সকালে মৃত ইতি শিয়ালীর মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
ওসি আরো জানান, কি কারনে ইতি আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
মৃত ইতি শিয়ালীর বাবা শ্যামল শিয়ালী জানান, বুধবার দুপুরে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে তিনি উজিরপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এসময় ইতি বাড়িতে একা ছিলো। ওইদিন সন্ধ্যায় বাড়িতে এসে বসতঘরের দরজা জানালা বন্ধ পেয়ে ইতিকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় সন্দেহ হয়।
পরে মই দিয়ে টিনের চালা বেয়ে ঘরে প্রবেশ করে ইতিকে বসত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।