নিজস্ব প্রতিবেদক :: চীনের অর্থায়নে ৬ লেন ও বিশেষায়িত হাসপাতাল করার দাবিতে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের মানবব ন্ধন।
জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে রাজধানীর সঙ্গে বরিশাল বিভাগ দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ এবং চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোড় দাবীতে এবং বরিশাল বিভাগ সংলগ্ন জেলাগুলোকে আরও কার্যকরভাবে একীভূত করতে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে জরুরি ভিত্তিতে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়ে বরিশাল জেলা বাস মালিক গুরুপের ব্যানারে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ মানববন্ধন করে।
২০ এপ্রিল রবিবার সকাল ১১ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মিরাজ শিকদার ডালিম, কার্যনির্বাহী সদস্য অমল চন্দ্র দাস, নুরুল ইসলাম মাসুম। বরিশাল জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সভাপতি শাহ আলম ফকির, মোহাম্মদ কামাল চৌধুরী জসিম, আনিস,মতিন খন্দকারসহ অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোড় দাবী জানায়। ভাঙ্গা হইতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২ লেনের সংকীর্ণ রাস্তা বিরাজমান থাকার কারণে এই সড়কে প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনা ঘটছে। যাহাতে ব্যাপক জানমালের ক্ষয় ক্ষতি হইতেছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দূর্ঘটনায় মৃত্যুবরণ করছে। মহাসড়কটি অত্যান্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা হইতে বরিশাল পৌঁছাইতে ৪ ঘন্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারিতেছেনা। এতাদঞ্চলের ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটিতেছে। দ্বিতীয়ত চীন সরকার বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল নিমার্ণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোড় দাবি জানাচ্ছি। এমতাবস্থায় দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবী ভাঙ্গা হইতে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোড় দাবী জানায়। ঢাকা এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সংযোগ স্থাপনে পদ্মা সেতুর রূপান্তরমূলক প্রভাব থাকা সত্ত্বেও, সংশ্লিষ্টরা বলেছেন, ২০২৪-২৫ সালের জাতীয় বাজেটে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেনের প্রকল্পের অনুপস্থিতি বরিশাল বিভাগের জনগণকে হতবাক করেছে। তাদের যুক্তি, সম্পদ সমৃদ্ধ কিন্তু অবকাঠামো-দরিদ্র এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নের জন্য উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।বরিশাল জেলা বাস মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়নের নেতারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক গোষ্ঠী, আসন্ন অর্থবছরে ৬ লেনের মহাসড়ক নির্মাণের জন্য বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। কৃষি ও গ্রামীণ উদ্ভাবনের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্রামীণ উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠারও আহ্বান জানিয়েছেন। বরিশাল তার সমৃদ্ধ মৎস্য খাতের মাধ্যমে জাতীয় জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুধুমাত্র এই শিল্প থেকেই ২২ শতাংশেরও বেশি অবদান রাখছে। এই অঞ্চলটি পেয়ারা, নারকেল এবং বরইয়ের মতো ফলের প্রধান সরবরাহকারী। বরিশাল একসময় বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত ছিল, কিন্তু ক্রমবর্ধমান নদী ভাঙন এবং অবকাঠামোগত বিনিয়োগের অভাবের কারণে এটি এখন সেই মর্যাদা হারাচ্ছে।শিল্পায়নকে উৎসাহিত করতে এবং দারিদ্র্য হ্রাসে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক উন্নীত করার জরুরি প্রয়োজন।