নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি করপোরেশন : কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মামলা।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করেছেন জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবহির্ভূত উল্লেখ করে এবং জারি করা প্রজ্ঞাপন বাতিল চেয়ে আদালতে প্রতিকার চেয়েছেন ১৭ জন কাউন্সিলর।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন তারা।
মামলায় বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ১ শাখার উপসচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি করপোরেশনের সচিব, বরিশাল জেলা প্রশাসক ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিবকে।
মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে ১৭টি ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যক্রম বন্ধ ও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ব্যতিরেকে কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করা সম্পূর্ণরূপে অবৈধ ও সংবিধানবিরোধী। তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
মামলায় আদালতের মাধ্যমে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং কাউন্সিলরদের পুনর্বহালের আবেদন করা হয়।
আদালত মামলা আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুল হক বলেন, প্রজ্ঞাপন জারি করে জনপ্রতিনিধির পদ শূন্য ঘোষণা করা নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে কাউন্সিলররা স্বপদে বহাল হবেন বলে আশা করছি।