উজিরপুর প্রতিনিধি :: বরিশাল জেলার উজিরপুরে অব্যাহত সন্ধ্যা নদীর ভাঙনে কয়েকটি গ্রাম বিলুপ্তির পথে। এমন অবস্থায় গত ৩০শে এপ্রিল সকালে উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম আলাউদ্দিন এর সভাপতিত্বে ভুক্তভোগী, বিভিন্ন স্কুল -কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী,শিক্ষক, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ কয়েক হাজার নারী পুরুষের উপস্থিতে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে উজিরপুর-সাতলা সড়কে মানববন্ধন করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বরিশাল জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে অবহিত করেন। পরে দ্রুত ভাঙন রোধে ব্যাবস্থা নেওয়া হয়। অল্প সময়ে ইতিমধ্যে ভাঙন এলাকায় কাজ শুরু হলে পরিদর্শনে আসেন এসব দপ্তরের কর্মকর্তাগন। দ্রুত কাজ শুরু হওয়ায় জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এলাকাবাসীর পক্ষ ধন্যবাদ জানানো হয়।