ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতি*বাদ

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৩, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

খবর বিজ্ঞপ্তি ::: সোমবার (১২ মে) বরিশাল ক্রাইম নিউজ ও আজকের ক্রাইম টাইমসসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় “ হাসানাত আব্দুল্লাহর কপি উজিরপুরের পৌরসভার সাবেক মেয়র গিয়াস বেপারী” এবং “উজিরপুরে সরকারি প্রকল্পের অর্থ ও নিয়োগ বানিজ্যসহ কোটি কোটি টাকা আত্মসাৎ করেন মেয়র গিয়াস উদ্দিন” শিরোণামে আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। স্থানীয় একটি স্বার্থান্বেষী কুচক্রিমহল আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন ও আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ক্ষতিগ্রস্থ করার ঘৃণ্য প্রয়াসে প্রিয় সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে ওই কল্পিত মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে।

আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। আমি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার সঙ্গে আমার সাংগঠনিক শ্রদ্ধার সম্পর্ক। আমি দুই বার জনগনের অকুণ্ঠ সমর্থনে বিপুল ভোটে উজিরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে সার্বিক উন্নয়নে ভূমিকা রেখেছি। ওই দুই বার পৌরসভা নির্বাচনে বিএনপিসহ বিভিন্ন দলের মেয়র প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করে আমি বিজয়ী হয়েছি।

বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পিত। আমি উজিরপুরে সর্বদা রাজনৈতিক সহাবস্থান ও শান্তিময় পরিবেশ বজায় রেখেছি। দলমত, ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে সুসর্ম্পক বজায় রেখেছি। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে উজিরপুর পৌরসভাকে উন্নত,সমৃদ্ধ এক আধুনিক ও উন্নত পৌরসভায় রূপান্তর করেছি। আমি অবৈধ উপায়ে কোন ধনসম্পদ অর্জন করিনি। আমার যা কিছু আছে তা সবই বৈধভাবে অর্জিত।

আমি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার আগেই আমার স্ত্রী মেধার ভিত্তিতে তার নিজ যোগ্যতায় উজিরপুর বিএনখান ডিগ্রি কলেজে চাকরি পেয়েছেন। আমার বিরুদ্ধে দুদক যে তদন্ত শুরু করেছে তার প্রতি আমি শ্রদ্ধাশীল। এ তদন্তের মাধ্যমে প্রমানিত হবে আমি কোন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। সত্যের তীব্র স্রোতে এসব মিথ্যা অভিযোগের মৃত্যু ঘটবে-ইনশাআল্লাহ্ । আমি মিথ্যা অভিযোগের বরাতে প্রকাশিত ওই কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

মো. গিয়াস উদ্দিন বেপারী
সাবেক মেয়র উজিরপুর পৌরসভা,
বরিশাল।