ঢাকাশনিবার , ১৭ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৭, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় হিরণ মৃত্যুবরণ করলে জেবুন্নেছা উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলার তাকে আসামি করা হয়েছে।

 

জেবুন্নেছা পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে।

এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জেবুন্নেছা আফরোজের আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। তবে ঢাকা থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।