
নিজস্ব প্রতিবেদক :: হানিফের জিলাপী বিক্রিতে সহায়তার হাত বাড়ালেন বরিশালের জেলা প্রশাসক, মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বরিশালের সন্তান হানিফ, একজন প্রতিবন্ধী হয়েও হার মানেননি ভাগ্যের কাছে। নিজের পরিশ্রমে জীবন চালিয়ে নিচ্ছেন তিনি জিলাপী বিক্রি করে। তবে আজকের গল্পটি শুধু তার সংগ্রামের নয়, বরং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আজ বিকেলে বৃষ্টিতে ভিজে যখন হানিফ তার ভ্যানগাড়ি নিয়ে আশ্রয় নেন শিশু পরিবার বালিকা (দক্ষিণ)-এর আঙিনায়, তখন তিনি সেখানে জিলাপী বিক্রি শুরু করেন। বরিশালের জেলা প্রশাসক নিজ হাতে হানিফের কাছ থেকে জিলাপী কিনে খান, শুধু নিজের জন্য নয়—প্রতিষ্ঠানের সব নিবাসী শিশুদের জন্যও জিলাপীর ব্যবস্থা করে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বরিশালে একজন মহান হৃদয়ের ও দয়ালু প্রশাসক হিসেবে পরিচিত। তাঁর দরজায় কেউ সাহায্যের আবেদন নিয়ে এলে খালি হাতে ফিরতে হয় না। হানিফের জন্য ভবিষ্যতে টিনসহ আরও সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন সভায় হানিফের তৈরি জিলাপী কেনার পরিকল্পনাও রয়েছে।
এছাড়াও বরিশাল সমাজসেবার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ—যিনি বরিশালের অসহায় মানুষের বন্ধু হিসেবে সুপরিচিত—তিনিও এই উদ্যোগে সম্পৃক্ত আছেন। তাঁর মানবিক সহানুভূতি ও দ্রুত পদক্ষেপে অনেক অসহায় মানুষ উপকৃত হচ্ছেন প্রতিনিয়ত।
উল্লেখ্য, হানিফ এর আগেও ৮৪ ইভেন্ট গ্রুপের সহযোগিতায় জিলাপী তৈরির সরঞ্জাম এবং আইসিডিএ-এর মাধ্যমে ব্যাটারি ও লাইট পেয়েছিলেন। এসব সহায়তা তার আত্মনির্ভরশীল জীবনে আশার আলো হয়ে উঠেছে।
হানিফের সংগ্রাম আর বরিশালের মানবিক প্রশাসনের এই মিলিত প্রয়াস নিঃসন্দেহে সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।


