ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে প্রা*ন্তি*ক পে*শা*জী*বী*দের জীবন*মান উ*ন্ন*য়ন সেমিনার অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৪, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি সদর উপজেলায় “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)”এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন, সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও রাজাপুর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ মোজাম্মেল, সংশ্লিষ্ট উপপজেলা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।
এসময় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান।

বক্তাগণ বক্তব্যে বলেন- প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে হলে প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারীকে আত্মবিশ্বাস নিয়ে ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলতে হবে, যা পর্যায়ক্রমে বৃহৎ সফলতার দ্বার খুলে দিতে পারে। সেমিনারটি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করে এবং তাঁদের আত্মনির্ভরশীল জীবনের পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রেরণা প্রদান করছে।